
ভারতের মেঘালয় থেকে এপারে নিয়ে আসা নয়া গবাদিপশু (গরু) ফুচকাসহ বিভিন্ন চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাতে সিলেট সেক্টরে, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর,দোয়ারাবাজার,সদর উপজেলার সীমান্তে থাকা বিওপির বিজিবি টহলদল ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।
বুধবার রাতে সিলেট সেক্টরের , সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
অধিনায়ক (সিও বিজিবি) জানান,ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন পাহাড়ি এলাকায় থাকা চোরাকারবারিদের সহায়তায় এপারে থাকা বাংলাদেশি চোরাকারবারি চক্রের সদস্যরা ব্যাটালিয়নের তাহিরপুর সীমান্তের চাঁনপুর বিওপির বারেকটিলা, লাউরগড় বিওপির সীমান্ত নদী জাদুকাটার নৌপথ, মধ্যনগর সীমান্তের মাটিরাবন বিওপির গিলাগড়া, দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির জুমগাঁও,বিশ^ম্ভপুরের মাছিমপুর,জেলার সদর উপজেলার বনগাঁও বিওপির সোনাতলা চোরাচালান রুট ব্যবহার করে বস্তা ভর্তি চিনি, ফুচকা (খাদ্য সামগ্রী), গবাদিপশু (গরু), বাংলাদেশ থেকে পাচারকালে বস্তাভর্তি সুপারীর চালান জব্দ করে। জব্দকৃত চোরাচালানের মালামালের মুল্য প্রায় ১৬ লাখ টাকা।
বুধবার রাতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক (সিও বিজিবি) লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির মো. হাফিজুর রহমান রাষ্ট্রীয় সার্থে সুনামগঞ্জের সকল শ্রেণিপেশার মানুষকে সীমান্তে মাদকসহ যে কোন ধরণের চোরাচালান,সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি তথা আইনশৃস্খলা রক্ষাকারি সকল বাহিনীকে সহযোগিতার আহবান জানান।