
পিরোজপুরের কাউখালী উপজেলায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় হাবিবা (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ফেব্রুয়ারী) সকালে উপজেলার সদর ইউনিয়নের কাউখালী-বরিশাল আঞ্চলিক সড়কের গোসনতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাবিবা গোসনতারা গ্রামের কাওসার শরিফের মেয়ে। সে গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে বেড়াতে আসা এক আত্মীয়কে পরিবারের সদস্যদের সাথে গাড়িতে উঠিয়ে দেয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে ছিল এ সময় একটি বেপরোয়া অটোরিকশা শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় ও মাথায় গুরুতর আঘাত পায়। গুরুতর আহতাবস্থায় হাবিবাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাউখালি থানার ওসি মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।