ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার

কাজের বুয়া শেফালী যেভাবে কোটিপতি!

প্রকৃত নাম শেফালী বেগম। কিন্তু পরিচয় দিতেন রোকসানা নামে। বাসায় বাসায় করতেন গৃহপরিচারিকার কাজ। কিন্তু আদতে তিনি ভিন্ন এক মানুষ। টঙ্গিতে তার রয়েছে শত কোটি টাকার স্বপ্নবিলাস নামের একটি সমিতি। বিলাসী জীবন যাপন করেন তিনি। তাহলে বাসায় বাসায় বুয়ার কাজ কেন করেন এই শেফালী? সেই রহস্যই উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত জানুয়ারি মাসের ঘটনা। রাজধানীর ধানমন্ডির একটি বাসায় বুয়ার কাজ নেন শেফালী। সেখানে তিনি নিজেকে পরিচয় দেন রোকসানা হিসেবে। এই নামেই একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও জমা দেন ওই বাসায়। কিছুদিন কাজ করেন। তারপরই ঘটে অঘটন।

গত ১৯ জানুয়ারি যথারীতি কাজে যান রোকসানা। এরপর সুযোগ বুঝে বাসিন্দার খাবারে মিশিয়ে দেন চেতনানাশক। এরপর বাসার স্বর্ণালংকার,টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে লাপাত্তা হয়ে যান রোকসানা। চেতনা ফেরার পর ঘটনায় আকস্মিকতায় হতভম্ব হয়ে যান বাসিন্দারা। রোকসানাকে কোথাও খুঁজে না পেয়ে তারা ছুটে যান ধানমন্ডি থানায়। সেখানে একটি মামলা দায়ের করা হয়। তদন্তে নামে পুলিশ। বেরিয়ে আসে রোকসানার থলের বিড়াল।

প্রথমেই সংগ্রহ করা হয় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ। সেগুলো বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে শনাক্ত করা হয় আসামিকে। রোকসানার আসল নাম শেফালী বেগম। কিন্তু রোকসানা নামে একটি আইডির ফটোকপি করে সেটি নিজের নামে চালাতেন। বিভিন্ন বাসায় কাজের সময় নকল পরিচয়পত্রটি দেখাতেন।

শনাক্ত হওয়ার পর শেফালীতে ধরতে শুরু হয় অভিযান। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে শেফালীকে।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চমকপ্রদ সব তথ্য। শেফালী জানান,বুয়া সেজে তিনি বিভিন্ন বাসায় কাজ নিলেও তার আসল লক্ষ্য ছিল চুরি করা। রাজধানীর অভিজাত বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই এই কাজ চালিয়ে আসছিলেন তিনি। আর নিপুণ চৌর্যবৃত্তির দক্ষতায় তিনি বনে গেছেন কোটিপতি। টঙ্গিতে দামি ফ্ল্যাটে তার বসবাস। গলায় পড়েন মুক্তোর মালা।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন,শেফালীকে গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ সাড়ে তিন লাখ টাকা,একটি মুক্তার হার,নয়টি মোবাইল ফোন, চারটি দামি ভ্যানিটি ব্যাগ। এছাড়া চেতনানাশক ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে ওই নারীর কাছ থেকে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ