
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
“ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয় দিনে দিনে বড় হয় ” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও বিসিক কার্যালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলা-২০২৫’র শুভ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে ডিসি স্কয়ার মাঠে এ মেলার উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী।এসময় পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপত্বিতে অন্যান্যদের মধ্যে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ আনোয়ার জাহিদ, জেলা পুলিশ সুপার, পটুয়াখালী, ডাঃ এস এম কবির হাসান, সিভিল সার্জন, পটুয়াখালী ও মোঃ জাহাঙ্গীর আলম, মহাব্যবস্হাপক, বিপণন বিভাগ, বিসিক প্রধান কার্যালয়। এছাড়াও এসময় পটুয়াখালী বিসিকের সরকারি মহাব্যবস্থাপক মোঃ আলমগীর শিকদার এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী পৌর শাখার সভাপতি মোঃ কামাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আমীর এ্যাড,নাজমুল আহসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব গোলাম রহমান ও গণ অধিকার পরিষদ( জিওপি) পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু। মেলার ১০০ টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, পাটের বিভিন্ন পণ্য মৃৎশিল্পের পণ্য, পিঠাপুলি সহ হস্ত ও কুটির শিল্পের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। প্রতিটি স্টলে দেখাগেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ক্রেতারা এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে কিনছেন পছন্দর পণ্যেটি।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত বিসিক উদ্যোক্ত মেলা সকলের জন্য উম্মুক্ত থাকবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যার পরে পরিবেশিত হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রচার ও প্রসারের জন্যই এমন আয়োজন বলে সাংবাদিকদের জানিয়েছেন উদ্যোক্তারা।