
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫’ উপলক্ষ্যে পটুয়াখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), পটুয়াখালী, সাজিদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার ( পটুয়াখালী সদর সার্কেল), মুহাঃ মুজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী, মোল্লা বখতিয়ার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পটুয়াখালী ও খাদিজা পারভীন, সুপারিনটেনডেন্ট, পিটিআই, পটুয়াখালী। এসময় উক্ত সভায় সভাপতিত্ব করেন মারুফা আক্তার, সহকারী লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, পটুয়াখালী। এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্হগার,পটুয়াখালী।