
পটুয়াখালী জেলা প্রতিনিধি: গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে গণ অধিকার পরিষদ ( জিওপি)।জানা গেছে,৫ ফেব্রুয়ারী বুধবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কাছে একই দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেয় এ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ( জিওপি)’র উচ্চতর পরিষদের সদস্য কৃষিবীদ মোঃ শহীদুল ইসলাম ফাহিম ও ফাতিমা তাসনিম, পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার এবং পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুম সহ অন্যান্য নেতৃবৃন্দরা। উক্ত স্মারক লিপি প্রদান এর পূর্বে একই দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে।