
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা পটুয়াখালী জেলা শাখার সদস্যদের মাঝে শীত বস্ত্র, চাল ও আটা বিতরণ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী বুধবার বেলা ১২ টায় এ সংস্থার পটুয়াখালী পৌর শহরের চাঁনমারী- বড় বাড়ী রোড অফিস থেকে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। এসময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য আবদুল মোতালেব সিকদার এর উদ্যেগে চাল ও আটা এবং জেলা প্রশাসন কর্তৃক প্রাপ্ত শীত বস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।এসময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা পটুয়াখালী জেলা শাখার সভাপতি বাবুল হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম হাওলাদার এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সকালের খবর নিউজ পোর্টাল’র পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান হেলাল ও সমাজ সেবক আবদুল হাই সিকদার। এসময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা পটুয়াখালী জেলা শাখার সদস্য সহ অসহায় ও দুস্থ ৫০ জন নারী পুরুষের মাঝে মাথা পিছু ৩ কেজি করে চাল ও ২ কেজি করে আটা বিতরণ করা হয়েছে।