
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের লিফলেট বিতরণ, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ঠা ফেব্রæয়ারি) ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের
উদ্যোগে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডষ্টোর বাজারে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. শামসুল ইসলাম শামস সূর্য্য এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র নেতা মো. রফিক উদ্দিন মাস্টার ও মো. আব্দুল লতিফ মন্ডল। এসময় ইউনিয়ন বিএনপি নেতা হাবিুবর রহমান সুমন, আলতাব ভ‚ইয়া, আশিক ভ‚ইয়া, মেনু মেম্বার, কাইয়ূম মিয়া, আব্দুল কাদির, জাহাঙ্গীর আলম, ফরিদ উদ্দিন, চান মিয়া, শহিদ মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে বিএনপি
নেতাকর্মীরা স্বেরাচার আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, এ বাংলার মাটিতে সন্ত্রাসী আওয়ামীলীগের আর ঠাঁই হবে না। কোন ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড করলে আওয়ামীলীগের কোন দালাল বা কোন কর্মীকেও ছাড় দেওয়া হবে না।