ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা

বোদায় পৌর বিএনপির নতুন‌ সভাপতি আব্দুস সামাদ তারা ও সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়

পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্মেলনে নব কমিটির সভাপতি হিসেবে আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় নির্বাচিত হয়েছেন। সম্মেলনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবু সাদাত মো সায়েম রুমেল, সাংগঠনিক সম্পাদক হিসেবে আরিফুর রহমান আরিফ ও আব্দুল্লাহ আল মারুফ অনু নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে বোদা পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ। এ ছাড়া সম্মেলনে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু উদ্বোধক এবং বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারার সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় এর সঞ্চলনায় সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এর আগে জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে একটি বণার্ঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।
আলোচনা সভার শেষে সন্ধ্যায় বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে
ডেলিগেট, কাউন্সিলর ও উপস্থিতি নেতাকর্মীদের মতামতের ভিতিত্তে এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ পাঁচ সদস্যর নাম ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ। একইসাথে কমিটিকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ বলেন, আওয়ামী লীগ শাসনামলের দীর্ঘ ১৭ বছর বোদা উপজেলা বিএনপির কোনও রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারিনি। এবার পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ১০ দিনে অনুমোদন দেওয়া হবে। এই কমিটি আদর্শের রাজনীতি করবে, সাধারণ মানুষের পাশে থাকবে।
এরপর ধারাবাহিকভাবে সব অঙ্গ সংগঠনের কমিটি গঠন করা হবে। বিএনপি গণমানুষের দল, বিএনপি সব সময় মানুষের পাশে থাকবে।
উল্লেখ্য, ২০০৯ সালে বোদা পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কমিটি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে আব্দুস সামাদ তারা কে আহবায়ক ও দিলরেজা ফেরদৌস চিম্ময়কে সদস্য সচিব করে বোদা পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ কয়েক বছর এই আহবায়ক কমিটি বোদা পৌর বিএনপির নেতৃত্ব দিয়ে আসছিলেন।

শেয়ার করুনঃ