
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্রাহ্মণবাড়িযার ছয়টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে এবার ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর) আসনে পরিবর্তন এনে চমক সৃষ্টি করেছেন এলাকাবাসীর মনে। চমকের বিষয় হচ্ছে এবার ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর)আসনে বর্তমান সংসদ এবাদুল করিম বুলবুলকে বাদ দিয়ে নতুন প্রার্থী হিসেবে সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসন থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে বর্তমান সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী প্রার্থী মোঃ শাহজাহান আলম।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্বা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আনিসুল হক ।ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনেনযন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন অব. এ বি তাজুল ইসলাম।রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।