ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান

রূপসায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ

রূপসায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ক্রিকেটে- গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও রানার্সআপ হয় আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ভলিবল (বালক) চ্যাম্পিয়ান কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ বেলফুলিয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়। ভলিবল (বালিকা) চ্যাম্পিয়ান নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন (বালক) একক চ্যাম্পিয়ান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ জেবিএম মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন (বালিকা) একক চ্যাম্পিয়ান নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ কমরেড রতন সেন কলেজিয়েট স্কুল। ব্যাডমিন্টন (বালক) দ্বৈত চ্যাম্পিয়ান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ জেবিএম মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন (বালিকা) দ্বৈত চ্যাম্পিয়ান নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। তিনি বলেন- খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুনাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকে। যুব সমাজ ও কিশোর-কিশোরীদের স্বাভাবিক জীবন, লেখাপড়া ও দেশ গড়ার কাজে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ নির্মাণ করা আছে। এ সকল মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করার কারণে নানারকমের রোগ ব্যাধি প্রতিরোধেও প্রয়োজনীয়তার বিকল্প হয়ে উঠে। তাদের খেলাধুলার মাধ্যমে মানব শরীরের দৈহিক শ্রমের ক্ষমতা বৃদ্ধি হয়। শরীরের সহনশীলতা বাড়ায় এবং মনের প্রফুল্লতা বৃদ্ধি করে। যেমন: সাঁতার শরীরের মেদ দূর করে এবং ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন- নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, আব্দুর রহমান খান, মো. মনিরুজ্জামান, কৃষ্ণপদ রায়, জাহাঙ্গীর আলম, প্রভাষক বাসির আহমেদ লালু, হায়দার আলী, ক্রীড়া শিক্ষক আঃ রহমান ঢালী, আঃ কাদের, সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, শেখ আলাউদ্দিন মিলন, হাফিজুর রহমান, ব্রজেন দাস, গোবিন্দ চন্দ্র রায়, নৃপেন্দ্র নাথ রায়, হাসিব শেখ, মনতেজ আলী, শরিফুল ইসলাম, বিপ্লব সরকার, প্রকাশ চন্দ্র বালা, মোল্লা সাইফুল ইসলাম, দেবাশীষ বিশ্বাস, মেজবাউল ইসলাম, শরিফুল ইসলাম, নুর ইসলাম বাবু, সুবর্ণ বিশ্বাস, শিমুল বিশ্বাস, স্বপন মন্ডল, হাসিবুর রহমান, ইসমত আর প্রমূখ।

শেয়ার করুনঃ