
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে রাতের আধারে লিফলেট বিতরণ সহ জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ও সরকার বিরোধী স্লোগান দেওয়ায় ফজলুল হক সরকার নামে এক আওয়ামীলীগ নেতাকে ধরে বেঁধে রেখে পুলিশে দিলো জনতা। মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলার পুরাতন বাজার থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার (৫৫)কে ধরে বৈদ্যুতিক পিলারে বেঁেধ রাখে বিএনপি সমর্থক ও বিক্ষোব্ধ জনতা। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের হাতে হস্তান্তর করে। জানাগেছে, সোমবার সন্ধ্যা রাতে
আচারগাঁও ইউনিয়নের আবালধনী বাজারে আওয়ামীলীগের ঘোষিত কর্মসূচী পালন করেছিলো আওয়ামীলীগ নেতা ফজলুল হক সরকার। ৫ই আগস্ট গণঅভ‚ত্থানে পলাতক স্বেরাচার আওয়ামী লীগের নেতৃবৃন্দ নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে সরকার বিরোধী স্লোগান
দেওয়ায় ও এ ধরনের যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রশাসনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায়
আনার জোর দাবী জানান। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহম্মেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতা ওই আ’লীগ নেতাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।