ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ

সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে জনগণ মেনে নিবেনা;আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন,সংস্কারের নামে নির্বাচন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও কাওরান বাজার কাঠপট্টি টিসিবি রোডে ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আমিনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা সংস্কার করেন,যৌক্তিক সময়ের মধ্যে করেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি যুগের পর যুগ চলতে থাকবে। সমস্যা থাকবে, সমাধান হবে। এটাই স্বাভাবিক! কিন্তু আপনারা সংস্কারের নামে নির্বাচন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন; এ দেশের মানুষ এটি কোনোভাবেই মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যার মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার রাষ্ট্র কাঠামোকে সংস্কার ও মেরামত করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব মোস্তফা জামান, সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য এল রহমান ও মোহাম্মদ আলী।

তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মিরাজ উদ্দিন হায়দার আরজুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দুলালের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আক্তার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মোজাম্মেল হোসেন সেলিম, জাহাঙ্গীর মোল্লা, ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ, হুমায়ুন কবির রওশন, হাফিজুল হাসান শুভ্র, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, জাহেদ পারভেজ চৌধুরী, তাসলিমা রিতা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, কৃষক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরশাদুল আরিস ডল, শ্রমিক দল মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, তাঁতী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামসুন্নাহার বেগম প্রমুখ।

কর্মশালাটি পবিত্র কুরআন তেলাওয়াত ও দলীয় গান গেয়ে শুরু হয় এবং নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমিনুল হক।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ