দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন রবিবার ( ২৬ নভেম্বর) বিকেলে। বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ -শরণখোলা) আসনে ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্যের নাম ঘোষণা করার পরপরই মোরেলগঞ্জের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে বাগেরহাট-৪ আসন থেকে ১৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।নৌকার মনোনয়নের কথা জানতে পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এইচ এম বদিউজ্জামান সোহাগ দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এলাকার সবার মধ্যে মেল বন্ধন সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।