
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলার যুগ্ম আহবায়ক রাজু দাস অসুস্থতজনিত কারণে বাড়িতে চিকিৎসাধীন থাকায় তাকে দেখতে যান কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
রাজু দাসের অসুস্থতার খবর পেয়ে ৩ ফেব্রুয়ারী রাতে রাজুর বাড়িতে ছুটে যান তিনি।
এ সময় অসুস্থ রাজু দাসের সার্বিক খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি নেতা হেলাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ শেখ, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ছাত্রনেতা এবাদুল হক রুবায়েত সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।