নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী নৌকা মার্কায় মনোনয়ন পাওয়ায় ১১ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সরজমিনে দেখা যায়, রোববার (২৬শে নভেম্বর) মাগরিবের নামাজ শেষে বুড়িরচর ইউনিয়নে বিশাল আনন্দ মিছিল বের করেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম। মিছিলটি সাগরিয়া বাজার সংলগ্ন প্রধান সড়ক ও সাগরিয়া বাজার প্রদক্ষিণ করে শেষ হয়, এসময় উপস্থিত ছিলেন, বুড়িরচর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ সেলিম, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মাহফুজুল
ইসলাম কাইয়ুম। বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ইসমাইল মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ বাবর উদ্দিন,
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবছার হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ হেজবুল্লাহ বাহার, এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউপি সদস্য সহ শত শত নেতা কর্মীরা।
মিছিল শেষে বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ, আমাদের প্রিয় অভিভাবক আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেব কে নমিনেশন দেওয়ার জন্য, হাতিয়ার মানুষ ভোট দিয়ে আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেব কে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ। এছাড়াও তিনি বলেন আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেব কে হাতিয়ার মানুষ মন্ত্রী হিসাবেও দেখতে চায়।
এর পূর্বে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় হাতিয়া ৬ আসনে আওয়ামীলীগের নৌকা মার্কায় মনোনয়ন ঘোষণা করেন আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেবকে।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেবের সহধর্মিনী জনাবা আয়েশা ফেরদৌস ।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর,মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।