
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা.আব্দুল আজিজ গ্রেফতার হয়েছেন। সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) র্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা খান আসিফ তপু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন,সিরাজগঞ্জের তাড়াশ থানায় আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলায় রাতে কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আব্দুল আজিজ আত্মগোপনে ছিলেন।
ডিআই/এসকে