
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে টাকার বিনিময়ে সভাপতি নির্বাচিত করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন এর বিরুদ্ধে এমন অভিযোগ করেন বিদ্যালয়ের অভিভাবক গাজী মোঃ আলমগীর হোসেন। (৬ও ৭ ফ্রেবুয়ারী বুধবার ও বৃহস্পতিবার ) বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের কাছে থেকে প্রতিযোগিতার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও করেন। অভিযোগ সুত্রে আরও জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল ইসলাম (নিখিল) এর ঘনিষ্ঠ আত্মীয় মোঃ আতাউর রহমান ( সদ্য বিদায়ী ম্যানেজিং কমিটির সভাপতি) এর কাছে থেকে মোটা আংকের টাকা গ্রহণ করে বিদ্যালয়ের ক্রিড়া অনুষ্ঠানের সভাপতি নির্বাচন করেন প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) । তাকে সভাপতি নির্বাচন করায় এলাকায় তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে যা পরবর্তীতে আইনশৃক্সখলার পরিস্থিতির
অবনতি ঘটতে পারে বলেও উল্লেখিত অভিযোগে জানা যায়।আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগে আরও উল্লেখ করেন, বিতর্কিত ব্যক্তিকে সভাপতি না করে বর্তমান প্রেক্ষাপটে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে যেন অনুষ্ঠানের সভাপতি নির্বাচন করা হয়।অভিযোগের বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন।বলেন,সবার সম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। টাকার কথা অস্বীকার করে বলেন, সভাপতি অনুষ্ঠানের প্রাইস কিনে দিবেন। এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন,বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে ।