
অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। গতকাল শনিবার রাত দশটায় মদনমোহন সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে এ রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় শাক, উলুধ্বনি এবং নাম কীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন। এদিকে কুয়াকাটার শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে রাস উৎসব পালনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর থেকেই আগমন ঘটবে লক্ষাধিক পূন্যার্থীর। পঞ্জিকা মতে আজ রবিবার বিকাল ৩ টা ৪৫ মিনিটে শুরু হবে পূর্নিমা। থাকবে সোমবার দুপুর ২ টা ৪৬ মিনিট পর্যন্ত। তাই প্রতিবছরের ন্যায় এবারও রাতভর পূজার্চনা শেষে সোমবার ভোরে সৈকতে গঙ্গাস্নান করবে সনাতনীরা।
কলাপাড়া মদনমোহন সেবাশ্রম’র সহ-সভাপতি কমলেন্দু হাওলাদার বলেন ,রবিবার রাতভর কুয়াকাটায় পূণ্যার্থীদের বিভিন্ন অনুষ্ঠানশেষে সোমবার সকালে গঙ্গাস্নান হবে। সোমবার থেকে মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গণে ৬ দিনব্যাপী রাস মেলা শুরু হবে।
কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার নিহাররঞ্জন জানান, রবিবার থেকে ভক্তরা আসতে শুরু করছে আজ সারারাত এখানে অনুষ্ঠান হবে। সোমবার সকালে গঙ্গা স্নানের মধ্য দিয়ে পূণ্যার্থীরা তাদের পাপ মোচন করে বাড়ি ফিরে যাবেন।