ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

পঞ্চগড় সদর উপজেলায় ৯৯৩০ জন কৃষকের মাঝে রবি প্রনোদনা বিতরণ

মোঃ রাশেদুল ইসলাম, জেলা প্রতিনিধি পঞ্চগড়।। চলতি রবি মৌসুমে পঞ্চগড় সদর উপজেলায় এখন পর্যন্ত ৯১৩০ জন কৃষকের মাঝে রবি প্রণোদনা প্রদান করা হয়েছে। পাশাপাশি ৮০০ জন কৃষকের মাঝে বাদাম বীজ বিতরণ প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। বিতরণকৃত প্রণোদনার মধ্যে ৬ হাজার ৮০০ জন কৃষকের মাঝে গমের বীজ, ১৫০০ জন কৃষকের মাঝে ভুট্টা বীজ, ৮০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ, ৩০ জন কৃষকের মাঝে পেয়াজ বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত পরিমাণ রাসায়নিক সার বীজের সাথেই কৃষকদের মাঝে বিতরণ করা রয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা অনেকেই বিনামূল্যে সার, গমের বীজ, ভুট্টা বীজ ও সরিষা বীজ পেয়েছি। এতে আমরা সাধারণ কৃষকরা অনেক উপকৃত হয়েছি। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিনামূল্যে এসব সার ও বীজ আমাদের কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ। সকলেই উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুন্নবী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ২০২৪-২৫ অর্থ বছরের প্রনোদনা প্রকল্পের আওতায় চলতি রবি মৌসুমে উপজেলায় এখন পর্যন্ত ৯১৩০ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা বীজ, পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। আরো ৮০০ জন কৃষকের মাঝে বাদাম বীজ ও সার বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। কৃষকদের সার্বিক সহযোগিতা, পরামর্শ, আধুনিক মানের কৃষি প্রযুক্তির ব্যবহার, ফসলের রোগ নির্ণয়, সঠিক পরামর্শ প্রদান, অধিক লাভজনক ফসলের সাথে কৃষকদের পরিচিত করা, ভালো মানের বীজ সরবরাহ করা সহ কৃষকদের সার্বিক কল্যাণের স্বার্থে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরালস ভাবে কাজ করে যাচ্ছি। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, অনেক কৃষক আছে যারা ফসলের সঠিক রোগ সম্পর্কে না জেনে বাজার থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও কীটনাশক এনে জমিতে ব্যবহার করেন। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সহ ব্যাপক লোকসানের শিকার হন। ফসলের যে কোন প্রকার সমস্যা দেখা দিলে তারা যেন আমাদের ইউনিয়ন মাঠকর্মীদের সাথে অথবা সরাসরি আমার সাথে পরামর্শ করে সঠিক কীটনাশক ব্যবহার করেন। আমারা কৃষকদের সঠিক পরামর্শ প্রদানে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। অনেক কৃষক তথ্য প্রযুক্তির ব্যবহার করে ফসলের ছবি তুলে আমার কাছে পাঠাচ্ছে। আমি সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে সঠিক কীটনাশক ব্যবহারের পরামর্শ প্রদান করছি। কৃষকদের কল্যাণে আমাদের এই চলমান কার্যক্রম সবসময়ই অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ