
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত পিলারের-৪৮ এর শূন্য লাইন হতে ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের আমতলী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আশপাশে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছে।
তার নাম মোঃ তরিকুল ইসলাম (প্রকাশ তকি ১৮) সে রামু উপজেলার কাউয়ারখোপের মৈষকুম এলাকার আহমদ রশিদ এর ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুরুল হক জানায় স্থানীয়রা তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উল্লেখ্য গত ২৪ জানুয়ারী নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে আর্কান আর্মির বসানো স্থল মাইন বিস্ফোরণে ৩ পয়েন্টে তিন বাংলাদেশী নাগরিক আহত হন। সর্ব শেষ ৩ ফেব্রুয়ারী তরিকলসহ এক সাপ্তাহর ব্যবধানে মোট ৪ জনের মধ্যে তিন জনের পা বিচ্ছিন্ন,এক জন আহত হয়।