
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক।
আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া চারটার দিকে নাম ঘোষণা করা হয়।
দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ফরিদপুরে ৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় ফরম নিয়ে ছিলেন শামিম হক।
শামিম হক ১৯৭৫ পরবর্তী সময়ের তুখোড় ছাত্রলীগ নেতা শামীম হক। ১৯৭৯ সালে তিনি ফরিদপুরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে সুস্থ ধারার রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। মুজিব আদর্শের অকুতোভয় সৈনিক ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতেতে সক্রিয় ভূমিকায় ছিলেন।তিনি দীর্ঘ ৪০ বছরের ঊর্ধ্ব কাল ধরে আওয়ামী রাজনীতিতে সততা, আদর্শ ও দলের প্রতি আনুগত্যের পরীক্ষা দিয়ে চলেছি।
ফরিদপুর বাসী এ উপলক্ষে বিজয় মিছিল রংধনু উৎসব সহ একে অপরের মাঝে মিষ্টিমুখ করেন।এ সময় উৎফুল্ল ফরিদপুরবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শামীম হককে মনোনয়ন দেয়ার কারনে কৃতজ্ঞ প্রকাশ করেন,এবং ফরিদপুরের চারটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।