ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে চাঁদা না দেওয়ায় রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুরে চাঁদা না দেওয়ায় আবুল বাশার (৫০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামে (শুক্কুরের চায়ের দোকান) এর সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসার এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল বাশার ওই এলাকার মৃত মুক্তিযোদ্ধা তানজের আলী চৌকিদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

প্রত্যক্ষদর্শী নজরুল মোল্লা ও নিহতের মামা রেজাউল করিম জানায়, গত উপজেলা নির্বাচনের সময় ইন্দ্রপাশা এলাকার মোঃ পান্নু খানের ছেলে মোঃ নাজমুল হাসান (২৮) সঙ্গে বশারের বিভেদ ছিলো, তারই জের ধরে বশারের কাছে নাজমুল টাকা চাঁদা দাবি করে আসছে কয়েকদিন ধরে। সন্ধ্যার সময় দক্ষিণ সাউথপুর ৬৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শুক্কুরের চায়ের দোকানে বসে আবুল বাশার চা খেয়ে দোকান থেকে বের হয়ে রাস্তায় বসে মোবাইলে কথা বলে হঠাৎ বাইকে করে নাজমুল এসে বাশারের কাছে টাকা চাইলে বাশার টাকা না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। বাশার আমাকে বাঁচাও বাঁচাও বলে ডাক চিৎকার ও দৌড় দিয়ে শুক্কুরের দোকানে উঠে সুয়ে পরে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডাঃ তমাল হালদার বলেন, আবুল বাশারের ডান হাতে, বাম কাঁধের পিছনের দিকে, পেটে ও বুকে বেশ কয়েকটি ধারালো অস্ত্রে আঘাত ছিলো ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়েছে।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা শুনে আমিসহ ফোর্স হাসপাতালে এসেছি মরদেহের সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।

শেয়ার করুনঃ