ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর -কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ গেলো আলিয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে স্বেচ্ছাসেবী কর্মী শিহাব উদ্দিন(২৫) ও গুরুতর আহতাবস্থায় তার চাচাতো ভাই ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন(২৪)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে ও মারা যায়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে রবিবার (ফেব্রুয়ারি ২) সকালে।
নিহত শিহাবের পিতা রফিক মিয়া জানান, এখন আমারে কেডা ডাক্তারের কাছে নিয়ে যাইবো। রক্ত দিতে গিয়া আমার পোলা শেষ।
নিহত বোরহানের বাবা ফরিদ মিয়া কান্নাজড়িত কন্ঠে জানান আমার বংশে দুই ভালো ছেলে আমাদের রেখে চলে গেছে।
প্রত্যক্ষদর্শী রাসেল জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
নবীনগর সদর হাসপাতালে চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায় ।
ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাবের মা-বাবা অসুস্থ থাকার পরও তাকে কেউ রক্তের জন্য ফোন দিলে রক্ত দিতে ছুটে যেতো। দুইজন ছিল সেচ্ছাসেবী কর্মী।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।