
রবিবার (২ ফেব্রুয়ারি) ফেনী জেলার পরশুরাম এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কিসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
গ্রেফতারকৃত হলো,মো.হেলাল হোসেন (৩১)।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ফেনী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক সোমেন মণ্ডল এসব তথ্য জানান।
তিনি জানান,রবিবার ( ২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর একটি রেইডিং টিম উপপরিদর্শক মো. আবু তাহের এর নেতৃত্বে ফেনীর পরশুরামে অভিযান পরিচালনা করে Officer’s Choice নামীয় ভারতীয় হুইস্কিসহ মো. হেলাল হোসেন (৩১) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ফেনী জেলার পরশুরাম বাউরখুমা, তালুক, ১নং ওয়ার্ড, পরশুরাম পৌরসভা, থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার টিনের ছাউনিযুক্ত দুই কক্ষ বিশিষ্ট বসতঘর থেকে একটি সিনথেটিক ব্যাগের ভিতর ভারতে তৈরি officer’s choicce নামীয় ৬২টি পলি প্যাকেটে, প্রতি প্যাকেটে ১৮০ এমএল করে মোট ১১.১৬০ (এগারো লিটার একশত ষাট মিলি) লিটার বিলাতী মদ উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃতর বিরুদ্ধে ইতোপূর্বে ৮টি মাদক মামলা রয়েছে।
ডিআই/এসকে