
রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে আব্দুস সাত্তার সরদার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার ( ২ ফেব্রুয়ারি) সন্ধা ছয়’টায় আক্কেলপুর গ্রামবাসী এ মিষ্টি বিতরণের আয়োজন করে। উল্লেখ্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদার উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের কৃতি সন্তান। তাঁর বাবা মরহুম মহির উদ্দীন সরদার। আব্দুস সাত্তার সরদার ১৬ নভেম্বর ১৯৯৩ সালে অত্র কলেজে ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। বিধি মোতাবেক তিনি সহকারী অধ্যাপক হিসাবে অদ্যাবধি সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।
প্রকাশ থাকে যে, অধ্যক্ষ হাতেম আলী নানা অনিয়মের অভিযোগে বরখাস্ত হন।
তারপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন। অর্থনৈতিক দায়িত্ব ছাড়া।
মিষ্টিমুখ পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পাকুড়িয়া কলেজের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, সমাজসেবক আলাউদ্দিন সরদার, রাজু আহম্মেদ, আবুল কালাম, সোহেল রানা, শরিফুল ইসলাম, আকরাম হোসেন প্রামানিক , আলহাজ্ব রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাকিব হোসেন রতন প্রামানিক, আফজাল হোসেন কবিরাজ,নিমাই চন্দ্র প্রামানিক, শাওন কবিরাজ সহ অন্যরা।
গত ৩১ ডিসেম্বর উপসচিব জনাব মো: আ: কুদদুস এক পত্র মারফত ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদারকে দায়িত্ব অর্পণ করেছেন। যার স্মারক নং ৩৭.০০.০০০০.০৭০.১৩.১৭.২০২৪-১০৩। এখন থেকে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদার বেতন ভাতাদি, দৈন্দিন অফিস খরচাদি, পরীক্ষা পরিচালনা সংক্রান্ত খরচাদি সহ যাবতীয় দায়-দায়িত্ব পালন করবেন।
এক প্রতিক্রিয়ায়, পাকুড়িয়া কলেজের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জানান, যে সমাজে গুণির কদর নাই, সে সমাজ বা রাষ্ট্রে গুণি জন্মায় না। আব্দুস সাত্তার সরদার আমাদের গ্রামের কৃতি সন্তান। তাঁকে সম্মান দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। সে কারণে, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ গ্রহণ করায় অত্র গ্রাম ও এলাকাবাসী স্বতঃস্ফূর্ত, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মিষ্টি বিতরণ করেন।