ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

কুমিল্লা থেকে গাঁজা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে তারা

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের আট কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মো.মারুফ (২২) ও মো.রাকিব (২০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে আট কেজি গাঁজা ও মাদক বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড়ের মোল্লা চা স্টোরের সামনের সড়কে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানার একটি চৌকস দল।

শনিবার (১ ফেব্রুয়ারি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়,শুক্রবার যাত্রাবাড়ী থানা এলাকায় মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাকালে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,কয়েকজন মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা নিয়ে বাসযোগে যাত্রাবাড়ীর চৌরাস্তার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম যাত্রাবাড়ীর চৌরাস্তায় অবস্থান নেয়। বিকেলে দুইজন মাদক কারবারি গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড়ের মোল্লা চা স্টোরের সামনের সড়কে এসে বাস থেকে নামে।

বাস থেকে নামার পর তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মাদক কারবারি মারুফ ও রাকিবকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো।

উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ