
সব জল্পনা কল্পনা শেষে পটুয়াখালী জেলায় বর্তমান এমপিরাই বাংলাদেশ আওয়ামী লীগ’র দলীয় মনোনয়ন পেলেন। জানা গেছে, এ জেলার ৪ টি আসনে নৌকার মনোনয়ন প্রাপ্তরা হলেন,পটুয়াখালী- ১( পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ)আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন এমপি, পটুয়াখালী-২( বাউফল-কালাইয়া) আসনে সাবেক চীফ হুইপ আ, স, ম ফিরোজ এমপি, পটুয়াখালী- ৩( গলাচিপা -দশমিনা) আসনে এস এম শাহজাদা এমপি ও
পটুয়াখালী- ৪( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে অধ্যক্ষ মুহিবুর রহমান এমপি। তাঁরা পুনঃরায় মনোনয়ন পাওয়ায় তাদের কর্মী ও সমর্থকরা ইতিমধ্যে সোস্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।