ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম
মিরসরাইয়ে এসএসসি ২০০২ ব্যাচের আবুতোরাব স্কুলের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা
কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন 
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ২
নান্দাইলে সালিশের আহবায়কের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট , থানায় অভিযোগ দায়ের

ছিনতাইকারী ধরার জন্য স্পেশাল টিম ২৪ ঘণ্টা কাজ করছে:ডিবিপ্রধান

ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে,যার সুফল অচিরেই পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। ঢাকাসহ সারাদেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয়, পুলিশ তা করছে। ছিনতাইকারী যারা বিঘ্ন সৃষ্টি করছে তাদের ধরার জন্য আমাদের ডিবির স্পেশাল টিমগুলো দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। আমার মনে হয় আমরা অচিরেই সুফল পাবো।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, আমাদের যে আইনানুগ ব্যবস্থা রয়েছে,আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাইকারী,অন্যায়কারী সবাইকেই আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো।

জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন,পিচ্চি হেলাল বা ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রুপের যেই থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এরই মধ্যে এসব গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন,পিচ্চি হেলাল বা ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রুপের যেই থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এরই মধ্যে এসব গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

এর আগে ডিবি পুলিশের কয়েকটি অভিযানে আসামি গ্রেফতারের তথ্য তুলে ধরে ডিবিপ্রধান বলেন,গত ২৮ জানুয়ারি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মিনহাজ নামে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার পটুয়াখালী থেকে কিং মাহফুজ গ্রুপের প্রধান মাহফুজ সরকারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাকিরা হলেন-জাহিদুল ভুঁইয়া শাওন, সাব্বির সরকার,আশিক ও সোহান মিয়া।

এর আগে এ ঘটনায় আরও দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে জানিয়ে রেজাউল করিম বলেন, মিনহাজকে পূর্বশক্রতার জের ধরে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিং মাহফুজ গ্রুপের রাজনৈতিক পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার সঙ্গে যারই সংশ্লিষ্টতা থাকুক,আইনের আওতায় নিয়ে আসবো।

২১ জানুয়ারি পল্টনের বিজয়নগর এলাকায় ছুরিকাঘাতে প্রাইভেটকারের চালক মোহাম্মদ সাজু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে কুমিল্লা থেকে রোকন মিয়া নামে একজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।

রোকন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন,ছিনতাইয়ের উদ্দেশ্যে সেদিন সাজু মিয়াকে ছুরিকাঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে মোবাইলটি মতিঝিল এলাকার এক লোকের কাছে বিক্রি করে দেওয়া হয়। তার সঙ্গে আসিফুজ্জামান লিসান,মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ সজীব ছিলেন। এরই মধ্যে লিসান ও সজীব মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩০ জানুযারি আদাবরে চাপাতির কোপে সুমন শেখ নামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হওযার ঘটনায় শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে আলমগীর,শাহজাহান, তরিকুল ইসলাম ও রাহাত হোসেন নামে চারজনকে গ্রেফতারের তথ্য দিয়েছেন তিনি।

এছাড়া শুক্রবার রাতে ঢাকার রামপুরা এলাকায় শামীম হোসেন নামে এক ছিনতাইকারীকে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতারের তথ্য দিয়ে ডিবিপ্রধান বলেন, শামীম উত্তরা ও গাজীপুর এলাকার চুরি ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ছিনতাই ও ডাকাতি প্রস্তুতির ঘটনায় সাতটি মামলা রয়েছে।

গত বছরের ২৭ নভেম্বর রাতে আদালত ভবনের সামনে থেকে রাজীব দাস নামে এক গহনার ব্যবসায়ীকে মারধর করে এক কেজি স্বর্ণ লুটের ঘটনায় পটুয়াখালীর বাউফল ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করার কথাও জানিয়েছেন রেজাউল করিম মল্লিক।

গ্রেফতাররা হলেন-বিধান চন্দ্র বিশ্বাস,সবুজ হাওলাদার, আল আমিন খান,তরিকুল ইসলাম,শফিকুল রহমান চুন্নু ও আজিম উদ্দিন। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৯২৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ