ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম
মিরসরাইয়ে এসএসসি ২০০২ ব্যাচের আবুতোরাব স্কুলের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা

মোরেলগঞ্জে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোরেলগঞ্জ ফেরিঘাট সংলগ্ন মারকায ওমর আল ফারুক (রা.) মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতারণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সিকদার ফরিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন সামাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান মিলন এবং মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ মাসুদ খান চুন্নু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর শ্রমিক দলের মশিউর রহমান জুয়েল, সাবেক উপজেলা শ্রমিক দলের আনোয়ার হোসেন মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনির শিকদার, পৌর সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুম ফকির ও সাংগঠনিক সম্পাদক মোঃ রমিজ উদ্দিন শেখ, বারইখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হোসেন রমজানসহ স্থানীয় নেতাকর্মীরা।বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল রায়হান।

বক্তারা বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা আরও বলেন, শীতার্তদের সহায়তা করা দলীয় নেতাকর্মীদের মানবিক দায়িত্ব, এবং এ ধরনের উদ্যোগ দলীয় আদর্শের অংশ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতৃবৃন্দের প্রতি তাদের আন্তরিক ধন্যবাদ জানান।এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশ্বাস দেন।

শেয়ার করুনঃ