
নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান করা হয়েছে। নড়াইল সদর উপজেলার ভবানীপুর স্কুল মাঠে শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে ২১ জন চিকিৎসক বিনামূল্যে ৩ হাজার রোগী দেখেন। এছাড়া তাদের ওষুধ দেয়া হয়। শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
ক্যাম্পের উদ্বোধন করেন, বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর শরীফ আশরাফুজ্জামান,অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ডাক্তার শরীফ শামীম আতীক, শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, কাজী ইসমাইল হোসেন লিটনসহ অনেকে। এদিকে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতি মাসের শেষ শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। গাইনী, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা রোগী দেখেন।