
রুবেল মিয়া লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট কালীগঞ্জে শীতার্ত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চলবলা ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ১৫০ শীতার্ত অসহায় পরিবারের মাঝে এসব কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন পাশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন মদাতী ইউনিয়নের সদস্য সচিব বাদশা মাষ্টার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম তানভীর সাবু, চলবালা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আহসান হাবীব মামুন প্রমুখ।এসব কম্বল পেয়ে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে।