
বান্দরবান জেলা সংবাদদাতাঃ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বান্দরবানে আন্ত: উপজেলা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীকদম ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দল ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্ত: উপজেলা বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের দলনেতার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
জানা গেছে, বান্দরবান জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ আন্ত: উপজেলা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
আন্ত: উপজেলা বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ের বিষয় ছিল জনস্বাস্থ্য রক্ষায় শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কলেজ পর্যায়ের বিষয়বস্তু ছিল ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ।
বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায় ও কলেজ পর্যায়ে বান্দরবানের ৭ টি উপজেলা থেকে ১৪ টি দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। এতে স্কুল পর্যায়ে আলীকদম ক্যান্ট পাবলিক স্কুল দল চ্যাম্পিয়ন হয় আর রানার্স আপ হয় বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দল।
অপরদিকে, কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আলীকদম ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দল আর রানার্স আপ হয় রোয়াংছড়ি কলেজ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আবু তালেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নবাব আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, বান্দরবান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মেহেদী হাসানসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।