
রাজধানীর মিরপুর মডেল থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.বরকত হোসেন রোমানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে গুলশান থেকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করে।
শুক্রবার (৩১ জানুয়ারি) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,আসামি বরকত হোসেন রোমান ও ভিকটিম পূর্বপরিচিত। ঘটনার দিন আসামি বরকত হোসেন রোমান ভিকটিমকে পিসি কালচার হাউজিং এলাকা থেকে ঘুরতে যাওয়ার কথা বলে তার এক বন্ধুর ভাড়া বাসায় নিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মিরপুর মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় আসামি রোমান গ্রেফতার হয়ে ১ বছর হাজতে থাকার পর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন।
আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান পূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি বরকত হোসেন রোমান দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। এমতাবস্থায় তাকে আইনের আওতায় আনতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে ডিএমপি ঢাকার গুলশান থানা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে