রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চলমান ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে ৩ জন ছিনতাইকারীকে চাপাতি ও চাকুসহ গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন মো.ইসলাম সাইদুল (২৩),মো.সাগর (২৪) ও ইমাম হোসেন (২১)।
বৃহস্পতিবার মোহাম্মদপুর থানা এলাকায় চলমান ছিনতাই বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ব্যাটেলিয়নটির সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।
তিনি বলেন,এদিন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে মোহাম্মদপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন স্থানে ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুত গ্রহণ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর এলাকা থেকে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকালে ছিনতাইকারীদের দখল হতে দেশীয় অস্ত্র ০১টি চাপাতি ও ০২টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতার মো.ইসলাম সাইদুলের নামে বিভিন্ন থানায় ৪টি ছিনতাই মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এডকে