ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার

পঞ্চগড়ে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ, কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তনের আশা

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সদর উপজেলায় প্রথমবারের মতো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিচালিত ট্রে পদ্ধতি ও যান্ত্রিক মেশিন দিয়ে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষনা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় চারা রোপণ যন্ত্র (Rice Transplanter) দিয়ে ব্রি ধান-৯২ জাতে চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ব্রি সিড সোয়ার মেশিন ব্যবহার করে ৬০টি ট্রেতে ব্রি ধান-৯২ জাতের চারা রোপন করা হয়।

স্থানীয় কৃষক মো. কামাল উদ্দিন ( টিটু) এর জমিতে অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করা হয়। অত্যাধুনিক পদ্ধতি দেখে খুশি উচ্ছ্বসিত সাধারণ কৃষকরা। টিটু জানায় এই অল্প সময়ের মধ্যে রোপণ দেখে আমরা অবাক। ধান চাষাবাদের সময় শ্রমিকদের খুঁজে পাওয়া যায় না। এই পদ্ধতিতে ব্যবহার করলে আমরা উপকৃত হব। অধিক পরিমাণ কৃষি চাষাবাদ করতে পারবো। এটা আমাদের জন্য অনেক ভালো পদ্ধতি। এই মেশিনের সঠিক ব্যবহার জানলে সবাই ব্যবহার করতে চাইবে।

ধান গবেষণা ইন্সটিটিউট স্যাটেলাইট স্টেশন পঞ্চগড়, নির্ধারিত সময়ের পর পরিপূর্ণ চারা তৈরি হলে তা স্বয়ংক্রিয় চারা রোপণ যন্ত্রের মাধ্যমে নিদিষ্ট জমিতে রোপণ করা হয়। ধান রোপনের সময় এলাকার প্রায় ১০০ জন কৃষককে সরাসরি রোপণ পদ্ধতি ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন । এছাড়াও উক্ত প্রকল্পের আওতায় পঞ্চগড় সদরের বিভিন্ন গ্রামে দুই দিনব্যাপী প্রায় ৬টি প্রশিক্ষণের মাধ্যমে দুই শত চল্লিশ জন কৃষককে কৃষি যন্ত্রপাতি ব্যবহার রক্ষণাবেক্ষণ ও মেরামত বিষয়ক প্রশিক্ষন দিয়েছেন। প্রায় ১০টি এডাপ্টিভ ট্রায়ালের মাধ্যমে আরও চার শতাধিক কৃষককে হাতে-কলমে কৃষি যন্ত্র পরিচালনার প্রশিক্ষণ প্রদান করেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই উদ্যোগ পঞ্চগড়ের কৃষিতে এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে । কৃষকদের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই আধুনিক যান্ত্রিক প্রযুক্তির বিস্তারের মাধ্যমে পঞ্চগড় জেলার কৃষি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা।

প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করেন।

এছাড়া সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট স্যাটেলাইট স্টেশন পঞ্চগড়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের স্যাটেলাইট স্টেশন পঞ্চগড়ের সাইন্টিফিক অফিসার ও প্রধান মো: মাসুদ রানা। উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন রিফা তানজিম, সাইন্টিফিক অফিসার বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়।

উক্ত অনুষ্ঠানে মৌলভীপাড়া গ্রামের জনপ্রতিনিধি গন্যমান্য ব্যক্তিগন ও এলাকার কৃষক গন উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে শ্রম সময় ও উৎপাদন খরচ কমে আসবে। যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করেন এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে পঞ্চগড় জেলায় যান্ত্রিক ধান চাষ পদ্ধতির আরও প্রসার ঘটবে এবং কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।

শেয়ার করুনঃ