রূপসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায় ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদে শালীশ বিচার চলাকালে একদল দুর্বৃত্ত চেয়ারম্যানের উপর হামলা করে। পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নন্দুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা জানান দলীয় অভ্যন্তরিন কোন্দলে এমন ঘটনা ঘটেছে। চেয়ারম্যানকে পিটিয়ে আহত করার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভুমি) অপ্রতিম কুমার চক্রবর্তী এবং রূপসা থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে রূপসা থানার ওসি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।