
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আঁধারে বালু দিয়ে মাছ চাষের পুকুর ভরাট করছে ভূমিদস্যু চক্র। মাছ চাষের পুকুর ভরাট করায় দিন দিন কমে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাটাভোগ ইউনিয়নের পশ্চিম কামারখোলা কমিউনিটি ক্লিনিকের পিছনে থাকা কাউসার মৃধার প্রায় ১০০ শতাংশ একটি পুকুর রাতের আঁধারে ড্রাম ট্রাকে করে বালু এনে ভরাট করছে ঐ এলাকার বাবু ও মাওয়া এলাকার আবু বক্কর নামে অবৈধ বালু ব্যবসায়ী। স্থানীয় লোকজন জানান, এভাবে রাতের আঁধারে অবৈধভাবে বালু দিয়ে পুকুর ভরাট করলে এক সময় আমরা মাছ চাষের পুকুর খুঁজে পাবো না। মাছ চাষের পুকুর ভরাটের বিষয়ে কাউসার মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, পুকুর ভরাটের কোন অনুমতি নেওয়া আছে কিনা আমার বিষয়টি জানা নাই আমি জেনে আপনাকে জানাচ্ছি। আপনি এই পুকুরের মালিক আপনি কার কাছ থেকে জেনে জানাবেন এমন প্রশ্নের জবাবে সে কোন সদ উত্তর দিতে পারিনি। এ বিষয়ে শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ জোবায়ের হাবিব এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন যদি ভরাট কাজ চলে তাহলে আমি লোক পাঠিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।