
রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ছয় লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-মো.রুবেল হোসেন (৩৫) ও মো. আরাফাত হোসেন (২১)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা,গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার হাজি হোসেন প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকার হাজি হোসেন প্লাজার সামনের সড়কে কয়েকজন মাদক কারবারি ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত স্থানে সকালে অভিযান পরিচালনা করে রুবেল ও আরাফাতকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো।
উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের নেতৃত্বে ডিবি উত্তরা বিভাগের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া।
ডিআই/এসকে