
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিয়ারিং মার্চেন্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪-২৬ সালের মেয়াদকালের বিবিএমএ নির্বাচনে মো. মুছা ভূইঁয়া নেতৃত্বাধীন গণতান্ত্রিক বিয়ারিং ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে পরিচালক পদে লড়ছেন মো. জসীম উদ্দিন। তিনি ১৭ সংখ্যা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছে বেশ পরিচিত মুখ মো. জসিম উদ্দিন। বিবিএমএ নির্বাচনে মো. মুছা ভূইঁয়া নেতৃত্বাধীন প্যানেল থেকে মোট ২১ জন প্রার্থী ১ থেকে ২১ সংখ্যা প্রতীক নিয়ে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সবাই। মো. জসিম উদ্দিন বলেন, আমিসহ আমাদের প্যানেল বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। আমাদের প্যানেল নির্বাচিত হলে বিবিএমএ হবে দেশের মধ্যে একটি মডেল সংগঠন। মো. জসিম উদ্দিন তাদের প্যানেলের জন্য সকল ভোটারের ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য, পটুয়াখালীর দশমিনা উপজেলার কৃতি সন্তান ও সফল ব্যবসায়ী জসিম উদ্দিন নিজ এলাকার মানুষের কাছেও ভালো কাজের জন্য বেশ পরিচিত এবং সবার প্রিয় মুখ। নিজ এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা তিনি পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হবেন।