
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির সীমান্তের তমব্রু এলাকার এক সাংবাদিক এর বাড়িতে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর সকালে থেকে থেমে থেমে ব্যাপক গুলিবর্ষণ শব্দ শোনা যাচ্ছিলো ওপারের মংডু সীমান্তবর্তী এলাকায়। সেই সঙ্গে ঘুমধুমের তুমব্রু এলাকার স্থানীয় এক সাংবাদিকের বসত বাড়ীতে এসে পড়ে একটি তাজা গুলি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক)মুহাম্মদ জাফর ইকবাল। তিনি জানান, ঘুমধুমের তুমব্রু সীমান্তের ওপার থেকে ছোঁড়া গুলিটি এপারের স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসানের বসত ঘরে এসে পড়ে।খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে গুলিটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করেছে।
সাংবাদিক মাহমুদুল হাসান জানান, ভোর সকালে সীমান্তের ওপারে কিছু গুলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছিলো। এর আগেও এসব গুলাগুলি আওয়াজ শুনা যেত। তবে দীর্ঘমাস পর নতুন করে গুলির শব্দ শুনতে পাই। হঠাৎ ভোর সকালে ওপার থেকে ছোঁড়া গুলিটি আমার বসতঘরের টিনের চালের উপর এসে প্রকট আওয়াজ করে ঘর ডুকে পড়লে পরিবারের সবাই আতংক হয়ে পড়ি।তবে আলহামদুলিল্লাহ পরিবারের কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে এসে ছোঁড়া গুলিটি উদ্ধার করে আলামত হিসেবে নিয়ে যায়। এলাকার স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে।