ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

মোহাম্মদপুরের আলোচিত কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গ্রেফতারকৃতরা হলো-মো.রবিন (২১),মো.সাগর(১৭), মো.রায়হান (১৮) এবং মুন্না (১৯) কে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র (ছুড়ি,চাকু চাপাতি) উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,গতকাল (২৯ জানুয়ারি) বুধবার সন্ধ্যা ৬টায় মোহাম্মদপুর ঢাকা উদ্যানে কব্জি কাটা আনোয়ার তার সহযোগীদের সঙ্গে ঢাকা উদ্যান এলাকায় বৈঠক করবে।

এমন একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো এলাকা বেরিকেট দিয়ে কব্জি কাটা আনোয়ারের অন্যতম সহযোগী রবিন ও তার ৩ সহযোগিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত কিশোরগ্যাং সদস্যদের মধ্যে মোঃ রবিন(২১) ঢাকা উদ্যান ও মোহাম্মদপুর এলাকার অন্যতম আলোচিত কিশোরগ্যাং সদস্য এবং আনোয়ারের সহকারী । সে ছিনতাই,মাদকদ্রব্য সেবন,চাঁদাবাজি এর সাথে সরাসরি সম্পৃক্ত বলে স্বীকার করে।

তারা কব্জি কাটা আনোয়ারের ছত্রছায়ায় থেকে ঢাকা উদ্যান মোহাম্মদপুর,আদাবর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

সোশ্যাল মিডিয়া টিকটক,ফেসবুক এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র,চাপাতি নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। স্থানীয় জনগণকে ছুরি,সামুরাই,চাপাতি দিয়ে হুমকি দেয়ার এবং কোপানোর জন্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

তাকে গ্রেফতার করার পরে তার ঘাড়ে,হাতে সবুজ রঙের ট্যাটু দেখা যায়। যার মাধ্যমে তারা নির্দিষ্ট একটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য বলে নিশ্চিত হওয়া যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,শীর্ষ সন্ত্রাসী কব্জি কাটা আনোয়ার এবং তার সহযোগী কিশোরগ্যাং সদস্যদের নির্যাতনে এলাকায় সুষ্ঠুভাবে বসবাস করতে পারছেন না বাসিন্দারা। এছাড়াও অত্র এলাকায় আরো অনেক কিশোরগ্যাং এর গ্রুপ রয়েছে।

এই এলাকায় যত ধরনের ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার অধিকাংশই কব্জিকাটা আনোয়ার এর ছত্রছায়ায় পালিত কিশোর গ্যাং সদস্যরা করে থাকে। তাদেরকে গ্রেফতার করার জন্য সেনা সদস্যরা সর্বদা কাজ করে যাচ্ছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ