
কুড়িগ্রামের ৯টি উপজেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক-বালিকা)- ২০২৪ এর উপজেলা পর্যায়ে বিজয়ী দলের প্রতিযোগিতা কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামে (বালক-বালিকা) ২০২৪এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা নুসরাত সুলতানা জেলা প্রশাসক, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– যথাক্রমে জনাব মোঃ মাহফুজুর রহমান পুলিশ সুপার-কুড়িগ্রাম, জনাব মোঃ মন্জুর-এ মুর্শেদ সিভিল সার্জন-কুড়িগ্রাম ও জনাব মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম- প্রধান শিক্ষক কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতি’র আসন অনলংকৃত করেন জনাব স্বপন কুমার রায় চৌধুরী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুড়িগ্রাম।
জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪, সোমবার (২৭ জানুয়ারী) থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) শেষ হচ্ছে।