
মাহতাব উদ্দ্দিন আল মাহমুদঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে টিউবওয়েলের নালায় পডে় শাহীন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।২৯ জানুয়ারি বুধবার সকাল সাডে় ৮টার দিকে পৌরসভাধীন ৯নং ওর্য়াডের সখিনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুশাহীন ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাডে় ৮টার দিকে বাড়ির
লোকজনের অজান্তে শিশুটি টিউবওয়েলের পানি নিষ্কাশনের র্গতে
পডে় যায়। পরে খোঁজাখুঁজির এক র্পযায়ে শিশুটিকে পানির র্গতে পডে় থাকতে দেখতে পায়। এরপর শিশুটিকে উদ্ধার করে সকাল সাডে় ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে র্কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ দাফনের জন্য পরিবারের
লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।