ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নান্দাইলে অবৈধ গরুর হাট বন্ধে ডিসি’র নির্দেশনা আমলে নেননি ইউএনও

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা বাজারে প্রতি বৃহস্পতিবারে বসানো অবৈধ গরুর হাট বন্ধে অভিযোগের প্রেক্ষিতে ডিসি’র নির্দেশনা আমলে নেয়নি ইউএনও মোছা: সারমিনা সাত্তার। ময়মনসিংহ রেভিনিউ ডিপুটি কালেক্টর মোঃ সাব্বির হোসেন স্বাক্ষরিত গত ৭ জানুয়ারি ২০২৫ইং তারিখে ০৫.৪৫.৬১০০.০২৪.২৫.০৪০০.১৯-৮৯ নং স্মারকের চিঠি ইস্যু করে বিধি মোতাবেক প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের কথা বলা হলেও এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারীগণ। শুধু তাই নয়, এ বিষয়ে
ইউএনও ব্যবস্থা না নেয়ায় জেলা প্রশাসক সরাসরি এনডিসির মাধ্যমে কল করে ব্যবস্থা নিতে বললেও তিনি তা মানেননি। ফলে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের পাশে সওজের জায়গায় অবৈধ গরুর হাটের কারনে এক কিলোমিটার উত্তরে চন্ডিপাশা ইউনিয়নের বাশহাটি গরুর হাট ও এক কিলোমিটার পূর্বে গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজার গরুর হাটে ধ্বস নেমে এসেছে।
একটি অসাধু চক্র খাসকালেকশন ও ইজারকৃত বাশহাটি গরুর হাট প্রশাসনের সাথে আতাত করে তা বন্ধ করে দিয়ে বারুইগ্রাম চৌরাস্তা গরুর হাট বসিয়েছে। এতে করে বৃহস্পতিবার হাটের দিন মহাসড়কের দীর্ঘযানজট সহ যানবাহান ও পথাচারীদেরকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত স্থানে অবৈধ গরুর হাট বসানোর কারনে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে। এছাড়া উক্ত বাজারটি সরকারি ফেরিপেরিভ‚ক্ত বা সরকারি ইজারাকৃত ডাকের বাজার নয়। অপরদিকে ১ কিলোমিটার দূরেই বাঁশহাটি বাজার যা জেলা প্রশাসন কর্তৃক ১৯৯৫-৯৬ সনের ফেরিপেরিভুক্ত ও অনুমোদনকৃত বাজার। সেই বাজারটিকে ইজারা ডাকের আওতায়
না এনে বন্ধ করে দিয়ে রাজস্ব ফাঁকি দিতে এবং স্থানীয় একটি সিন্ডিকেট দল নিজেদের পকেট ভারী করতে অবৈধভাবে বারুইগ্রাম চৌরাস্তায় গরুর বাজারটি বসায়। এ নিয়ে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, মাত্র ১ কিলোমিটার দূরে সরকারী হাট থাকতেও এখানে কেন হাট
বসানো হচ্ছে। জেলা প্রশাসন থেকে অবৈধ গরুর হাটটি বন্ধ করতে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও তা এড়িয়ে যাচ্ছেন বর্তমান ইউএনও সারমিনা সাত্তার। ঠিক একইভাবে সাবেক ইউএনও অনৈতিকভাবে লাভবান হয়ে অবৈধ হাটের বিষয়ে কোন ধরনের পদক্ষপ নেন নি। এ বিষয়ে ইউএনও মোছা: সারমিনা সাত্তার বলেন, আমাদের অফিস চিঠি পেয়েছে। আমি কিছুদিন হয়
যোগদান করেছি। একটু ধৈর্য্য ধরতে হবে। আর চিঠি অনুযায়ী সরজমিন তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ