
রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৩০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আমানুল্লাহ (৪৫)কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।
বুধবার (২৯ জানুয়ারি ) বিকেলর মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়,বুধবার বিকেলে ডিবি-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানার নেতৃত্বে একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল ০৫:১৫ ঘটিকায় ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আমানুল্লাহকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভেতরে লুকায়িত ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত আমানুল্লাহ দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার পাশাপাশি অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন সময়ে ইয়াবা ক্রয় বিক্রয় করে। আজ সে বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত ইয়াবা নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অভিযানের নেতৃত্বে ডিবি উত্তরা বিভাগের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া।
ডিআই/এসকে