
বান্দরবান আলীকদমে তারণ্যের উৎসব উপলক্ষে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে মাদক ও মানবপাচারের বিরুদ্ধে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ ২৯ জানুয়ারি ২০২৫ইং সকাল ১০টার সয়ম আলীকদম উপজেলার ৩নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩ন ইউপি চেয়ারম্যান জনাব কফিলউদ্দিন।
জনসাধারণের অংশগ্রহণমূলক মাদক ও মানবপাচারের বিরোধী র্যালি ও আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে অংশ নেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আব্দুল্লাহ আল মুমিন।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব জুলফিকার আলী ভূট্টো, সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, আলীকদম।
আরও উপস্থিত ছিলেন শাহাদত হোসেন (এস আই) আলীকদম থানা, আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার, উপজেলা জামায়াতের আমীর মাশুক এ ইলাহী, ফরিদুর আলম সভাপতি, নয়াপাড়া ইউনিয়ন বিএনপিসহ ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সদস্যারা উপস্থিত ছিলেন।