
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ মাহমুদ হাসানের স্ত্রী রত্না খাতুন (৩০) তাঁর দুই শিশু পুত্রকে বিষ পান করিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১ টার দিকে। এ ঘটনায় দুই শিশুপুত্র( ৫) বছর বয়সের মাহি ও( ৯) মাস বয়সের আরিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মা রত্না খাতুন এখনো বেঁচে আছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।