
জাহাঙ্গীর আলম,নেত্রকোনা প্রতিনিধিঃ
এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার খবর শুনার পর নেত্রকোনায় আত্মহত্যা করেছে শ্রাবনী দেবনাথ নামের এক শিক্ষার্থী।
নেত্রকোনা পৌর শহরের নিজামপুর নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিজ বাড়ীতে আত্বহত্যাকারী ঐ শিক্ষার্থী রতন দেবনাথের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়,শ্রাবনী ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে নেত্রকোনার সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী ছিল। আজ সকালে ফলাফল প্রকাশিত হওয়ার পর সে জানতে পারে তার ফলাফল খারাপ হয়েছে(অকৃতকার্য)। বিষয়টি জানার পর দুপুরে দিকে সকলের অজান্তে নিজ ঘরের আড়ায় উরনা লাগিয়ে সে আত্বহত্যা করে।
খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল হক জানান,সুরতহাল তৈরীর পর যথাযত আইনি ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।