
রাজধানীর লালবাগে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার প্রধান আসামী মো.অনিককে (২৬) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর চকবাজার এলাকা থেকে র্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে।
বুধবার (২৯ জানুয়ারি ) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়,গত ৩১ ডিসেম্বর থার্টিফাস্ট নাইট উদযাপন করতে বাসা থেকে বের হন লালবাগ এলাকায় বসবাসকারী অটোরিকশা চালক মাহবুব আলম (৩২)।
ওই রাতে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে পিচ্চি মনির গ্যাং এর সক্রিয় সদস্য আসামী মো.অনিক (২৬) ও তার সঙ্গীয় অপরাপর আসামীরা লালবাগের জেএন সাহা রোড এলাকায় ভিকটিম মাহবুবকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র,ছুরি,চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। আসামীদের আক্রমনে ভিকটিম মাহবুব হাতের বাছ,মাথার পিছনে ও পায়ের গোড়ালিতে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃতুবরণ করে।
পরবর্তীতে ভিকটিম মাহবুবের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহবুবের রক্তাক্ত লাশ দেখতে পায়। এ ঘটনায় মাহবুবের মা মোছা:আমেনা বেগম বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় আসামী অনিকসহ ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার রাতে র্যাব-১০ একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অনিককে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে